Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোপালপুর

কালেরস্বাক্ষীবহনকারীপূর্বে বলের্শ্বর নদী, উত্তরে বেমরতা ইউনিয়ন দক্ষিনে কচুয়া ইউনিয়ন এর পূর্বে  অবস্থিত গড়ে উঠা কচুয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো  গোপালপুর ইউনিয়ন পরিষদ। কালের পরিক্রমায় আজ গোপালপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধূলাসহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ স্বকীয়তা আজও সমুজ্জল।

 

ক) নাম – ৫নং গোপালপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৮.০০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ১৪,২৪৬ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৪ টি।

চ) হাট/বাজার সংখ্যা -০১ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/ভ্যান।

জ) শিক্ষার হার – ৫৪.০২%।

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,  

    মাধ্যমিক বিদ্যালয়ঃ ০২টি,

    নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি,

    মাদ্রাসা- ০১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব এস এম আবু বককর্ সিদ্দিক

ঞ) ইউপি ভবন স্থাপন কাল – ৩০/০৭/২০০৪ইং

ট)   গ্রাম সমূহের নাম –

             গোপালপুর          উত্তর গোপালপুর             পাইকজুড়ী

             পদ্মনগর                বিষখালী                   প্রতাপপুর        

             বক্তারকাঠী          ফুলতলা                    মালিপাটন     

            কিসমক মালিপাটন    আরাজী মালিপাটন           চরফুলতলা

            দরিচর মালিপাটন     দক্ষিন গোপালপুর       মধ্য গোপালপুর       

           পূর্ব বিষখালী

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।